Wednesday, December 5, 2018

জাগ্রত বিবেক দুর্জয় তারুণ্য দুর্নীতি রূখবেই -ইয়েস মাসিক সভা অনুষ্ঠিত।

জাগ্রত বিবেক দুর্জয় তারুণ্য দুর্নীতি রূখবেই -ইয়েস মাসিক সভা অনুষ্ঠিত।


5 ডিসেম্বর 2018 ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে মাসিক ইয়েস সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেতা জাকির হোসেন। রংপুর জেলার এরিয়া ম্যানেজার জনাব আলমগীর কবির ,প্রোগ্রাম অফিসার জনাব মজিবুর রহমান ও জনাব হাবিব সহ উপস্থিত ছিলেন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস আহবায়ক জনাব শামসাদ বেগম। তথ্য আইন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও জবাবদিহিতা পূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্ব-কর্তব্য ভাগ করে দেওয়া হয় ।9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ও জাতীয় বেগম রোকেয়া দিবস উদযাপন জন্য কর্মসূচি গ্রহণ করা হয় ।"সকল প্রকার দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাগ্রত বিবেক দুর্জয় তারুণ্যের কোন বিকল্প নেই "এই নীতিতে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য ইয়েস সদস্যদের প্রতি আহ্বান জানান জনাব আলমগীর কবির।

No comments: