Thursday, September 5, 2019

স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া

ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া ।শুরুর দিকে ডেভিড ওয়ানারের উইকেট হারিয়ে বসলেও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৯৭রানের বড় সংগ্রহ করে  ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া ।জো রুটের বলে জো ডেনলি হাতে তালুবন্দি হওয়ার আগে ৩১৯বলে ২৪বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ দশমিক ১৪ গড়ে ২১১রান করে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৩রান।

আইরিশদের উড়িয়ে ফাইনালে বাঘিনীরা


 টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে আইরিশদের উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত কর বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমেে ব্যাটিং নির্ধারিত 20 ওভারে সবকয়টি উইকেট হারিয়ে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল সংগ্রহ করেে 85 রান বাংলাদেশের পক্ষে তিনটিিি উইকেট সংগ্রহ করেন ফাহিমা জবাবেে 9 বল বাকি থাকতেই 4 উইকেটের সহজ জয়়়়় পায় বাহিনীরা দলের পক্ষে্ষে্ষে সর্বোচ্চ 32 রান করেন সানজিদা আক্তার 

Friday, August 30, 2019

তথ্য অধিকার আইন -২০০৯ এর সঠিক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে এই শিরোনামকে ঘিরে টিআইবির ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত।

বর্তমান সময়ে দুর্নীতি কে ঘিরে কিছু অসাধু মানুষ প্রতিনিয়ত নিজেদের ফায়দা তুলছে আর অপরপক্ষ হচ্ছে দূর্নীতির করাল গ্রাসের শিকার। সনাক সদস্য জনাব সামসাদ বেগম এর নেতৃত্বে ইয়েস দলনেতা জেসমিন আক্তার এর সভাপতিত্বে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। টিআইবির রংপুর জেলার এরিয়া ম্যানেজার জনাব আলমগীর কবির বলেন" দুর্নীতিকে রুখতে হলে সকলকে তথ্য আইন- ২০০৯ এর সঠিক বাস্তবায়ন করতে হবে ।দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ স্বার্থে নিজের প্রয়োজনের তাগিদে যেকোনো অধিদপ্তরে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য জানার জন্য আবেদন করতে হবে তাহলেই সম্ভব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবুর রহমান বলেন" ইয়েস সদস্যদেরকে একতাবদ্ধ হতে হবে কারণ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে কোন ইয়েস সদস্য যেন কখনোই মনে না করে তার পাশে কেউ নেই ।" ইয়েস সদস্য আজমিরা বেগম বলেন "তথ্য জানার অধিকার সকলের রয়েছে "তাই সকলকে নিয়মিত তথ্য জানার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করার জন্য বিশেষভাবে আহবান জানান ।পরবর্তী মাসের বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় ইয়েস ও ইয়েস সমন্বয় সভায়।

টিম স্বপ্নতরী ও কালের কণ্ঠ রংপুর জেলা শুভসংঘ শাখার উদ্যোগে স্বপ্নতরী বিদ্যানিকেতনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত।

আজ ৩০ শে আগস্ট ২০১৯ টিম স্বপ্নতরী ও কালের কন্ঠ রংপুর জেলা শুভসংঘ শাখার যৌথ উদ্যোগে স্বপ্নতরী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ।উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন কালের কণ্ঠ রংপুর জেলা শাখার ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী ।এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা শুভসংঘ শাখার সেক্রেটারী জনাব গোলাম সারোয়ার রাব্বি ,জনাব আলবেদা জামান (নারী বিষয়ক সম্পাদক), জনাব আরমানুল ইসলাম (যুগ্ন-সম্পাদক), শুভ আহ্মেদ (সভাপতি রংপুর সরকারি কলেজ শাখা ),রবিউল ইসলাম রবি (দপ্তর সম্পাদক ),রোকসানা খাতুন ( ক্যাশিয়ার), শুভ রায় চৌধুরী (কার্যকরী সদস্য )।উক্ত ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন টিম স্বপ্নতরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। টিম স্বপ্নতরীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী সাকিব (ভাইস প্রেসিডেন্ট ),জনাব মোঃ আহসান হাবীব (যুগ্ম সাধারণ সম্পাদক), হিয়া আক্তার (কার্যকরী সদস্য ),স্বপ্নতরী বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রোকনুজ্জামান রোকন ,আরজিনা আক্তার (কার্যকরী সদস্য ),ঋতু আক্তার (কার্যকরী সদস্য ),তাসলিমা তানিয়া (নারী বিষয়ক সম্পাদক )।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইমতিয়াজ আহমেদ (যুব প্রধান ),জুলফিকুর রহমান (দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ),নাহিদ হাসান ,জান্নাতুল রাত্রি ,সুকানা আক্তার তিথি ,মেহেনুর নূর, মনির হোসেন  ,মুশফিকা রহমান ,আল মুকাদ্দিমু ,মেহেদি হাসান জাহিদ ,নিতাই কুমার ,পলাশ রায় ,মোরসালিন মিয়া ।প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়। আর্থিক সহযোগিতা প্রদান করেন জনাব রিমু আক্তার( ফেমাস ল্যাব), ধাপ, রংপুর।

Thursday, August 29, 2019

অশুভ শক্তিকে রুখে দিতে রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট কালের কণ্ঠ শুভসংঘ কমিটি ঘোষণা

চাইনা সংঘাত, চাই না রক্তপাত ,চাই শুধু একটি সুন্দর সমাজ। তাই সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদেরকে প্রতিবাদী করে তুলতে রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট এ ঘোষণা করা হলো কালের কন্ঠ শুভ সংঘ নতুন কমিটির ।রংপুর জেলা কালের কন্ঠ ব্যুরো প্রধান স্বপন চৌধুরীর নেতৃত্বে এবং রংপুর জেলার শুভসংঘ শাখার সহযোগিতায় নতুন এই কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শুভসংঘ শাখার মোঃ গোলাম সরোয়ার রাব্বি (সাধারণ সম্পাদক) ,জনাব মোহাম্মদ আলী সাকিব( সহ-সভাপতি), জনাব মোঃ আহসান হাবীব( যুগ্ম সাধারণ সম্পাদক), জনাব মোঃ মাহফুজুল আমিন খান জিম (সভাপতি হারাগাছ শুভসংঘ শাখা) এবং কার্যকরী সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন। নতুন এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর সম্মানিত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ এছাড়াও অন্যান্য উপদেষ্টার মধ্যে রয়েছেন জনাব মোঃ তসলিম উদ্দিন (সহকারী শিক্ষক), জনাব মোঃ রফিকুল ইসলাম (সহকারী শিক্ষক), জনাব মোঃ শাহরিয়ার রিপন (সহকারী শিক্ষক) এবং জনাব মোঃ মহসিন রবি (সাধারণ শিক্ষক)। নতুন এই কমিটির সভাপতি দায়িত্ব পালন করবেন মোঃ আরিফ হুসাইন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ ইউসুফ মিয়া (সহ-সভাপতি), শ্রাবণী তরফদার( সহ-সভাপতি ), মোহাম্মদ ফারহান তানভির সৌমিক (সাধারণ সম্পাদক ),মোহাম্মদ আক্তারুজ্জামান আশিক( যুগ্ন-সম্পাদক) ,অনন্য আক্তার শিলা (যুগ্ন-সম্পাদক ),ইয়াসির আরাফাত রেইন (সাংগঠনিক সম্পাদক), মিনহাজুল হক মিরাজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক ),মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (কোষাধ্যক্ষ ),মোঃ আসিকুর জামান লিমন (সাহিত্য বিষয়ক সম্পাদক ),সৈয়দ রাশিদুল ইসলাম রনি (সমাজ কল্যাণ সম্পাদক ),আহমেদ তানভীর (ক্রীড়া সম্পাদক), স্নিগ্ধা রানী রায় (নারী বিষয়ক সম্পাদক ),আজিজুল হাকিম দিপু (দপ্তর সম্পাদক ),মাসুদ রানা (তথ্যপ্রযুক্তি সম্পাদক), মোঃ মিরাজ হোসেন( রক্ত বিষয়ক সম্পাদক), মোঃ ফারহান সাদিক প্রামানিক এবং বাঁধন চক্রবর্তী (ধর্ম বিষয়ক সম্পাদক) সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটির পথচলা শুরু।

Friday, August 23, 2019

শুভ কাজে সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে রংপুর জেলা শুভসংঘের পুনর্গঠন কমিটি ঘোষণা

আজ 23 শে আগস্ট 2019 রোজ শুক্রবার শুভ কাজে সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে কালের কন্ঠ শুভ সংঘ রংপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয় ।জনাব ইরা হককে সভাপতি পদে পুনর্বহাল রেখে এই কমিটি চূড়ান্ত করা হয় ।কমিটির অন্যান্য সদস্যরা হলেন : মোঃ আবুল ফারুক রজি উদ্দিন রিয়াদ (সহ-সভাপতি), জনাব মোহাম্মদ আলী সাকিব (সহ-সভাপতি), জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার রাব্বি (সাধারণ সম্পাদক ),জনাব মোঃ আহসান হাবীব (যুগ্ন-সম্পাদক ),জনাব আরমানুল হক (যুগ্ন-সম্পাদক), জনাব মোঃ রাসেল মিয়া (সাংগঠনিক সম্পাদক) ,জনাব ফারজানা সিদ্দিকা রাসু( সহ- সাংগঠনিক সম্পাদক ),জনাব মুহাই মিনুর রহমান মিম (রক্ত বিষয়ক সম্পাদক), জনাব রোকসানা খাতুন (কোষাধ্যক্ষ), জনাব আলবেদা জামান( নারী বিষয়ক সম্পাদক ),জনাব সানিলা আর্মিন (অর্থ বিষয়ক সম্পাদক), জনাব আরিফা জাহান বিথি (সমাজ কল্যাণ সম্পাদক), জনাব সাজ্জাদ হোসেন নিশান (প্রচার ও প্রকাশনা সম্পাদক ),জনাব রবিউল ইসলাম (দপ্তর সম্পাদক), জনাব অংকন দত্ত অভি ( ক্রীড়া সম্পাদক), জনাব তাসলিমা তানিয়া (তথ্য ও প্রযুক্তি সম্পাদক ),জনাব মুনমুন মিম (সাহিত্য বিষয়ক সম্পাদক), জনাব সাজ্জাদুল কবির স্বর্ণ (বন্ধুত্ব বিষয়ক সম্পাদক ),হাসনাত রিফাত (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ),জনাব মাহফুজুর রহমান জিম (সংস্কৃতি বিষয়ক সম্পাদক ),কার্যকরী সদস্যরা হলেন জনাব শাম্মী আক্তার শান্তা ,তানিয়া আক্তার খুশি ,আসমা আক্তার রিতু ,শুভ রায় চৌধুরী ,মহুয়া মৌ, রুমানা ইসলাম রাইসা ,মনিরুজ্জামান মনির ,রোকনুজ্জামান রাজু ,দেলোয়ার হোসেন ,রাব্বি ফারাবী, হিয়া আক্তার ,সঞ্চিতা ইসলাম ,ইমতিয়াজ আহমেদ ,জেমি আক্তার ,খাদিমুল শেখ আকাশ ,রেজওয়ানা ইয়াসমিন ,বৃষ্টি রানী ,আরজিনা আক্তার ,লিজা আক্তার ,শামীমা আক্তার (হ্যাপি), নাসরিন আক্তার ,কনিকা আক্তার ,শাকিলা জামান ,রাব্বি ইসলাম, বর্ণালী আক্তার মেঘা ,রোকনুজ্জামান রোকন ও কেয়া আক্তার। সমাজের সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভালো কাজ করার প্রত্যয় নিয়ে কমিটির সকল সদস্য শপথগ্রহণ করেন।

Monday, August 19, 2019

নিখোঁজ সংবাদ: রংপুরে মন্ডল পাড়া থেকে আব্দুল গফফার নামের একজন নিখোঁজ




সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টিম স্বপ্নতরী এর ব্যতিক্রমধর্মী জন্মদিন উদযাপন

জন্মদিনে সব সময় তো বন্ধু-বান্ধবদেরকে নিয়ে কিংবা আত্মীয় স্বজন কে ঘিরে দিনটি উদযাপনের পরিকল্পনা সবাই করে। কিন্তু টিম স্বপ্নতরী এর ব্যতিক্রম সব সময় সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করে যাওয়া এই সংগঠন টির উদ্দেশ্য হল মানুষকে সর্বদা হাসি খুশি রাখা ।তারই ধারাবাহিকতায় স্বপ্নতরী বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান রোকন এর জন্মদিনে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের কে নিয়ে টিম স্বপ্নতরী পালন করে এই ব্যতিক্রমধর্মী আয়োজন । দিনটি জুড়ে ছিল বাচ্চাদেরকে নিয়ে নাচ গান ও বিভিন্ন ধরনের খেলাধুলা ।দিনব্যাপী এই আয়োজনের সভাপতিত্ব করেন টিম স্বপ্নতরী এর সেক্রেটারী জনাব গোলাম সারোয়ার রাব্বি ।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন টিম স্বপ্নতরী এর সহ-সভাপতি জনাব আলী শাকিব, কোষাধ্যক্ষ জনাব ফারজানা সিদ্দিকা রাসু ,দপ্তর সম্পাদক জনাব শুভ রায় চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রোকসানা  খাতুন ,যুগ্ম সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য সঞ্চিতা, কার্যকরী সদস্য রোমানা ইসলাম রাইসা ,কার্যকরী সদস্য মুনমুন মিম সহ অন্যান্য সদস্যরা।

টিম স্বপ্নতরী ও শুভ সংঘের উদ্যোগে শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যানার সাঁটানো

আমাদের শহর আমাদের নগরী পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই এই শীর্ষক শিরোনামে পুরো শহরজুড়ে সচেতনামূলক ব্যানার সাঁটানো হয়। উক্ত প্রোগ্রামটির পরিচালনার দায়িত্বে ছিলেন রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক, রংপুর জেলা কালের কণ্ঠ ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী এবং টিম স্বপ্নতরী এর সেক্রেটারি জনাব গোলাম সারোয়ার রাব্বি। পুরো শহরজুড়ে কোরবানির পর দেখা যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য। তাই কোরবানির পর যেন সবাই নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন থেকে নিয়োগপ্রাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীকে যথাসময়ে ডেকে নিয়ে ময়লা অপসারণ করে সেই লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন টিম স্বপ্ন তরীর সভাপতি জনাব রাসেল মিয়া ,জনাব আহসান হাবীব ,জনাব সাজ্জাদ হোসেন নিশান ।কালের কণ্ঠ শুভসংঘ থেকে উপস্থিত ছিলেন জনাব আলি সাকিব ,জনাব রবিউল ইসলাম, জনাব রোকসানা খাতুন, জনাব আবুল ফারুক রোজি উদ্দিন উদ্দিন রিয়াদ ,জনাব হাসনাত রিফাত ,জনাব হাসিবুল ইসলাম ,কালের কণ্ঠ শুভসংঘ রংপুর কলেজ শাখার সভাপতি জনাব শুভ আহমেদ সহ অন্যান্য সদস্যরা।

Thursday, August 15, 2019

জাতীয় শোক দিবসে রংপুর রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে শোক রেলি ও আলোচনা সভার আয়োজন


15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিট এর পক্ষ থেকে শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব সংগ্রাম চৌধুরী ।আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোহাম্মদ হাসনাত রিফাত সহ রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য সদস্যরা ।আলোচনা শেষে শোক র্যালি বের করা হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়।

Friday, August 9, 2019

টিম স্বপ্নতরীর উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ।

রংপুর জেলা প্রতিনিধি: মোহাম্মদ গোলাম সারোয়ার রাব্বি :আইডি নম্বর 466:
সামাজিক সংগঠন টিম স্বপ্নতরীর উদ্যোগে গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ও কঞ্চিপাড়া ইউনিয়নে দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়। টিম স্বপ্ন তরীর সভাপতি মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে সদস্যরা বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন। তিনি অন্যান্য সামাজিক সকল সংগঠন কে এবং দাতা সংস্থাগুলো কে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান এ সময় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলি শাকিব, শুভ রায় চৌধুরী, অংকন দত্ত অভি, আহসান হাবীব, রোকসানা খাতুন, ফারজানা সিদ্দিকা রাসু ,সুমিতা দাস, রোকনুজ্জামান ,রবিউল ইসলাম ,সাজ্জাদ হোসেন ,তাসলিমা ইসলাম ও হিয়া সহ টিম স্বপ্ন তরীর অন্যান্য সদস্যরা।

রংপুরে “সামাজিক যোগাযোগ মাধ্যমে গলাকেটে মানুষ হত্যার গুজব ছড়িয়ে হত্যা ,ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে “মানববন্ধন।

রংপুর জেলা প্রতিনিধি :মোহাম্মদ গোলাম সারওয়ার রাব্বি :আইডি নম্বর 466
আজ 30 শে জুলাই রোজ বুধবার রংপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সামাজিক যোগাযোগ মাধ্যমে গলাকেটে মানুষ হত্যার গুজব ছড়িয়ে হত্যা ,ধর্ষণ ও নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে রংপুর জেলার বিভিন্ন শান্তিপ্রিয় সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন )এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন বলেন “সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরীর উৎকৃষ্ট মাধ্যম কিন্তু বর্তমানে কিছু দুষ্কৃতী ব্যক্তিবর্গরা ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে ব্যক্তিগত ফায়দা হাসিল করছে ।এজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সকল প্রকার বিভ্রান্ত মুলক পোস্ট গুলো এড়িয়ে চলতে হবে। “আমরাই পারি সকল প্রকার পারিবারিক নির্যাতন প্রতিরোধ রংপুর জেলা জোট এর সভাপতি জনাব ফখরুল আনাম বেনজু বলেন “আসলে ব্যাপারটা হয়েছে চিলে কান নিয়ে গিয়েছে এরূপ কোন কিছু ।যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন ধরনের গুজবে আমরা সহজেই বিশ্বাস করছি এবং হতাশায় ভুগছি হতভম্ব হয়ে যাচ্ছি তাই সকলের কাছে অনুরোধ কোন কিছু গভীরভাবে বিশ্লেষণ এর আগে কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণ যেন না করা হয় ।এতে করে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে ।”তিনি আরো বলেন যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়িয়ে হত্যাকাণ্ড ধর্ষণ ও নির্যাতন সংঘটিত করেছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় ।তাদের এমন শাস্তি যেন হয়- ভবিষ্যতে এ ধরনের গুজব ছড়াতে হীনমন্যতায় ভুক্ত ব্যক্তিবর্গদের দ্বিতীয় বার ভাবতে হয়। সচেতন নাগরিক কমিটি সনাক এর সভা প্রধান জনাব মুশফেকা রাজ্জাক বলেন” দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন আইন শৃংখলার যথাযথ প্রয়োগ ।কোন প্রকার অন্যায় বৃহৎ আকার ধারণ করার আগেই অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া দরকার।” তাহলে ভবিষ্যতে এ ধরনের অন্যায় করতে কেউ সাহস পাবে না । রংপুর জেলার বিভিন্ন ধরনের সামাজিক এনজিওগুলো ও শত শত ছাত্রছাত্রী এই মানববন্ধনে অংশগ্রহণ করে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ডেঙ্গুতে আতঙ্ক নয়-চাই পরিছন্নতা- চাই সচেতনতা”


সারা দেশ যখন ডেঙ্গু জ্বরে কাঁপছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে ।ঠিক তখনই সেই আতঙ্ক কে কাটিয়ে তুলতে শুভসংঘের বন্ধুদের উদ্যোগে রংপুর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়ে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী দের মাঝে ডেঙ্গু ভীতি দূরীকরণ লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন আয়োজন করা হয় ।ক্যাম্পেইনটি নেতৃত্ব প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আসলে একজন মানুষ যতটা ক্ষতিগ্রস্ত রোগের কারণে হয় না ,তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে মানসিক চাপে ।বর্তমানে ডেঙ্গু যতটা না আমাদের ক্ষতি করছে তার থেকে ডেঙ্গু আতঙ্ক আমাদের অনেক বেশি ক্ষতি করছে। তাই ডেঙ্গু কে ভয় পেলে হবে না যে সমস্ত কারণে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে সেই সমস্ত কারণগুলো খুঁজে বের করে যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সেগুলো দূর করতে হবে। তবেই আমরা ডেঙ্গু থেকে রক্ষা পাবো। শুভসংঘ বন্ধুরা পরবর্তীতে বিদ্যালয় এর চারপাশে পরিষ্কার পরিছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করেন।

রংপুরে আদিবাসী দিবস উদযাপন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সচেতন নাগরিক কমিটির উদ্যোগে রংপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড এলাকায় ওরাও কমিউনিটিতে পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯। উক্ত দিবস উপলক্ষে দিনব্যাপী ছিল আলোচনা সভা ও এক বর্ণাঢ্য রেলি ।আদিবাসীরা বিভিন্নভাবে বিভিন্নভাবে নিপীড়িত সবকিছু থাকা সত্বেও জমি কেনার অধিকারটুকু তাদের নেই অর্থাৎ বাংলাদেশ থেকেও তারা বসবাস করছে ভিনদেশি নাগরিক হিসেবে। তাদের প্রতি করা হয় বিভিন্ন অবিচার। তাদের সন্তানদের সাথে করা হয় বিদ্রুপ। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না অনেক আদিবাসীরা। তারা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেন যে তাদের প্রতি তাদের অধিকারের প্রতি প্রধানমন্ত্রী সুদৃষ্টি পড়ে এবং তারা যেন তাদের ন্যায্য অধিকার পায়।

"শহর আমার পরিষ্কার রাখার দায়িত্ব আমার""

পবিত্র কুরবানী ঈদে কোরবানির পর আমাদের একটি অবহেলার কারণে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। যে দুর্গন্ধের কারণে বাহিরে যাতায়াত একেবারে অনুপোযোগী হয়ে পড়ে। তাই কোরবানির পরে আমরা যেন নিজেরা সচেতন হই এবং অপরকে সচেতন করি। অযথা শহর নোংরা না করে নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলে শহরকে পরিষ্কার রাখি সেই লক্ষ্যে টিম স্বপ্নতরী ও কালের কণ্ঠ শুভসংঘ এর যৌথ উদ্যোগে শহর জুড়ে বিভিন্ন স্থানে বিজ্ঞাপন মূলক প্রচারাভিযান ফেস্টুন ও ব্যানার সাঁটানো হয়।
“ ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ"
“ শহর আমার , পরিষ্কার - পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার ” 
কোরবানির পর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমাদের যা যা করতে হবেঃ 
* কোরবানির পর পশুর রক্ত ও তরল বর্জ্য খােলা স্থানে রাখা যাবে না এগুলাে গর্তের ভিতরে পুঁতে মাটি চাপা দিতে হবে ।
* নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে সকলকে উদ্বুদ্ধ করুন ।
* পশুর গােবর নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখুন এবং দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনকে সংবাদ দিন ।
* কোরবানির পশুর বর্জ্যের সঠিক সু - ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব ।
* জবাই করার সময় পশুর গলার নিচে ১ .৫ ফুট গভীর ও ১ .৫ ফুট চওড়া একটি গর্ত খুঁড়ে তার মধ্যে পশুর রক্ত ঝড়াবেন ।
* এলাকার লােকজন বিচ্ছিন্ন স্থানে কোরবানি না দিয়ে কয়েকজন মিলে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি করুন ।
* নাড়িভুড়িবা এধরণের বর্জ্য কোন ভাবেই পয়ঃ নিষ্কাশন নালায় ফেলা যাবে না ।
* যে স্থানে গর্ত করে রক্ত ও বর্জ্য ফুতে ফেলা সম্ভব না , সে স্থানের রক্ত দ্রুত ধুয়ে ফেলুন এবং রিসিং পাউডার ছিটিয়ে দিন ।
* কোরবানির স্থান পরিষ্কার করতে হবে ।
* কোরবানি দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব পশুর চামড়া বিক্রি কিংবা দান করতে হবে ।
* কোরবানির আগেই বাড়ির পাশে কোন মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটা গর্ত তৈরী করে রাখুন মাংস কাটার সময় উচ্ছিষ্টগুলাে যেখানে সেখানে না ফেলে এক যায়গায় রাখুন , কাজ শেষে সেগুলাে গর্তে পুতে ফেলুন ।
* পশুর ভূড়ি পরিষ্কারের পর সেই আবর্জনা খােলা অবস্থায় না রেখে সেই গর্তে পুতে ফেলুন ।
* কোরবানির সব কার্যক্রমের শেষে রক্তে মাখা রাস্তাঘাট ধুয়ে পরিষ্কার করে ফেলুন ।
* জীবানু যেন ছড়াতে না পারে সেজন্য নােংরা জায়গা পরিষ্কারের সময় স্যাভলন মেশানাে পানি ব্যবহার করুন।
সচেতনতায়- Team স্বপ্নতরী, 
সহযােগীতায়- কালের কণ্ঠ শুভসংঘ রংপুর জেলা শাখা, রংপুর।