Monday, August 19, 2019

টিম স্বপ্নতরী ও শুভ সংঘের উদ্যোগে শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যানার সাঁটানো

আমাদের শহর আমাদের নগরী পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই এই শীর্ষক শিরোনামে পুরো শহরজুড়ে সচেতনামূলক ব্যানার সাঁটানো হয়। উক্ত প্রোগ্রামটির পরিচালনার দায়িত্বে ছিলেন রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক, রংপুর জেলা কালের কণ্ঠ ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী এবং টিম স্বপ্নতরী এর সেক্রেটারি জনাব গোলাম সারোয়ার রাব্বি। পুরো শহরজুড়ে কোরবানির পর দেখা যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য। তাই কোরবানির পর যেন সবাই নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন থেকে নিয়োগপ্রাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীকে যথাসময়ে ডেকে নিয়ে ময়লা অপসারণ করে সেই লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন টিম স্বপ্ন তরীর সভাপতি জনাব রাসেল মিয়া ,জনাব আহসান হাবীব ,জনাব সাজ্জাদ হোসেন নিশান ।কালের কণ্ঠ শুভসংঘ থেকে উপস্থিত ছিলেন জনাব আলি সাকিব ,জনাব রবিউল ইসলাম, জনাব রোকসানা খাতুন, জনাব আবুল ফারুক রোজি উদ্দিন উদ্দিন রিয়াদ ,জনাব হাসনাত রিফাত ,জনাব হাসিবুল ইসলাম ,কালের কণ্ঠ শুভসংঘ রংপুর কলেজ শাখার সভাপতি জনাব শুভ আহমেদ সহ অন্যান্য সদস্যরা।

No comments: