Friday, August 9, 2019

টিম স্বপ্নতরীর উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ।

রংপুর জেলা প্রতিনিধি: মোহাম্মদ গোলাম সারোয়ার রাব্বি :আইডি নম্বর 466:
সামাজিক সংগঠন টিম স্বপ্নতরীর উদ্যোগে গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর ও কঞ্চিপাড়া ইউনিয়নে দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়। টিম স্বপ্ন তরীর সভাপতি মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে সদস্যরা বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন। তিনি অন্যান্য সামাজিক সকল সংগঠন কে এবং দাতা সংস্থাগুলো কে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান এ সময় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলি শাকিব, শুভ রায় চৌধুরী, অংকন দত্ত অভি, আহসান হাবীব, রোকসানা খাতুন, ফারজানা সিদ্দিকা রাসু ,সুমিতা দাস, রোকনুজ্জামান ,রবিউল ইসলাম ,সাজ্জাদ হোসেন ,তাসলিমা ইসলাম ও হিয়া সহ টিম স্বপ্ন তরীর অন্যান্য সদস্যরা।

No comments: