Thursday, August 29, 2019

অশুভ শক্তিকে রুখে দিতে রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট কালের কণ্ঠ শুভসংঘ কমিটি ঘোষণা

চাইনা সংঘাত, চাই না রক্তপাত ,চাই শুধু একটি সুন্দর সমাজ। তাই সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদেরকে প্রতিবাদী করে তুলতে রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট এ ঘোষণা করা হলো কালের কন্ঠ শুভ সংঘ নতুন কমিটির ।রংপুর জেলা কালের কন্ঠ ব্যুরো প্রধান স্বপন চৌধুরীর নেতৃত্বে এবং রংপুর জেলার শুভসংঘ শাখার সহযোগিতায় নতুন এই কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা শুভসংঘ শাখার মোঃ গোলাম সরোয়ার রাব্বি (সাধারণ সম্পাদক) ,জনাব মোহাম্মদ আলী সাকিব( সহ-সভাপতি), জনাব মোঃ আহসান হাবীব( যুগ্ম সাধারণ সম্পাদক), জনাব মোঃ মাহফুজুল আমিন খান জিম (সভাপতি হারাগাছ শুভসংঘ শাখা) এবং কার্যকরী সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন। নতুন এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর সম্মানিত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ এছাড়াও অন্যান্য উপদেষ্টার মধ্যে রয়েছেন জনাব মোঃ তসলিম উদ্দিন (সহকারী শিক্ষক), জনাব মোঃ রফিকুল ইসলাম (সহকারী শিক্ষক), জনাব মোঃ শাহরিয়ার রিপন (সহকারী শিক্ষক) এবং জনাব মোঃ মহসিন রবি (সাধারণ শিক্ষক)। নতুন এই কমিটির সভাপতি দায়িত্ব পালন করবেন মোঃ আরিফ হুসাইন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ ইউসুফ মিয়া (সহ-সভাপতি), শ্রাবণী তরফদার( সহ-সভাপতি ), মোহাম্মদ ফারহান তানভির সৌমিক (সাধারণ সম্পাদক ),মোহাম্মদ আক্তারুজ্জামান আশিক( যুগ্ন-সম্পাদক) ,অনন্য আক্তার শিলা (যুগ্ন-সম্পাদক ),ইয়াসির আরাফাত রেইন (সাংগঠনিক সম্পাদক), মিনহাজুল হক মিরাজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক ),মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (কোষাধ্যক্ষ ),মোঃ আসিকুর জামান লিমন (সাহিত্য বিষয়ক সম্পাদক ),সৈয়দ রাশিদুল ইসলাম রনি (সমাজ কল্যাণ সম্পাদক ),আহমেদ তানভীর (ক্রীড়া সম্পাদক), স্নিগ্ধা রানী রায় (নারী বিষয়ক সম্পাদক ),আজিজুল হাকিম দিপু (দপ্তর সম্পাদক ),মাসুদ রানা (তথ্যপ্রযুক্তি সম্পাদক), মোঃ মিরাজ হোসেন( রক্ত বিষয়ক সম্পাদক), মোঃ ফারহান সাদিক প্রামানিক এবং বাঁধন চক্রবর্তী (ধর্ম বিষয়ক সম্পাদক) সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটির পথচলা শুরু।

No comments: