আজ ৩০ শে আগস্ট ২০১৯ টিম স্বপ্নতরী ও কালের কন্ঠ রংপুর জেলা শুভসংঘ শাখার যৌথ উদ্যোগে স্বপ্নতরী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ।উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন কালের কণ্ঠ রংপুর জেলা শাখার ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী ।এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা শুভসংঘ শাখার সেক্রেটারী জনাব গোলাম সারোয়ার রাব্বি ,জনাব আলবেদা জামান (নারী বিষয়ক সম্পাদক), জনাব আরমানুল ইসলাম (যুগ্ন-সম্পাদক), শুভ আহ্মেদ (সভাপতি রংপুর সরকারি কলেজ শাখা ),রবিউল ইসলাম রবি (দপ্তর সম্পাদক ),রোকসানা খাতুন ( ক্যাশিয়ার), শুভ রায় চৌধুরী (কার্যকরী সদস্য )।উক্ত ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন টিম স্বপ্নতরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। টিম স্বপ্নতরীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী সাকিব (ভাইস প্রেসিডেন্ট ),জনাব মোঃ আহসান হাবীব (যুগ্ম সাধারণ সম্পাদক), হিয়া আক্তার (কার্যকরী সদস্য ),স্বপ্নতরী বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রোকনুজ্জামান রোকন ,আরজিনা আক্তার (কার্যকরী সদস্য ),ঋতু আক্তার (কার্যকরী সদস্য ),তাসলিমা তানিয়া (নারী বিষয়ক সম্পাদক )।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইমতিয়াজ আহমেদ (যুব প্রধান ),জুলফিকুর রহমান (দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ),নাহিদ হাসান ,জান্নাতুল রাত্রি ,সুকানা আক্তার তিথি ,মেহেনুর নূর, মনির হোসেন ,মুশফিকা রহমান ,আল মুকাদ্দিমু ,মেহেদি হাসান জাহিদ ,নিতাই কুমার ,পলাশ রায় ,মোরসালিন মিয়া ।প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়। আর্থিক সহযোগিতা প্রদান করেন জনাব রিমু আক্তার( ফেমাস ল্যাব), ধাপ, রংপুর।
No comments:
Post a Comment