Friday, August 23, 2019

শুভ কাজে সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে রংপুর জেলা শুভসংঘের পুনর্গঠন কমিটি ঘোষণা

আজ 23 শে আগস্ট 2019 রোজ শুক্রবার শুভ কাজে সকলের পাশে থাকার প্রত্যয় নিয়ে কালের কন্ঠ শুভ সংঘ রংপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয় ।জনাব ইরা হককে সভাপতি পদে পুনর্বহাল রেখে এই কমিটি চূড়ান্ত করা হয় ।কমিটির অন্যান্য সদস্যরা হলেন : মোঃ আবুল ফারুক রজি উদ্দিন রিয়াদ (সহ-সভাপতি), জনাব মোহাম্মদ আলী সাকিব (সহ-সভাপতি), জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার রাব্বি (সাধারণ সম্পাদক ),জনাব মোঃ আহসান হাবীব (যুগ্ন-সম্পাদক ),জনাব আরমানুল হক (যুগ্ন-সম্পাদক), জনাব মোঃ রাসেল মিয়া (সাংগঠনিক সম্পাদক) ,জনাব ফারজানা সিদ্দিকা রাসু( সহ- সাংগঠনিক সম্পাদক ),জনাব মুহাই মিনুর রহমান মিম (রক্ত বিষয়ক সম্পাদক), জনাব রোকসানা খাতুন (কোষাধ্যক্ষ), জনাব আলবেদা জামান( নারী বিষয়ক সম্পাদক ),জনাব সানিলা আর্মিন (অর্থ বিষয়ক সম্পাদক), জনাব আরিফা জাহান বিথি (সমাজ কল্যাণ সম্পাদক), জনাব সাজ্জাদ হোসেন নিশান (প্রচার ও প্রকাশনা সম্পাদক ),জনাব রবিউল ইসলাম (দপ্তর সম্পাদক), জনাব অংকন দত্ত অভি ( ক্রীড়া সম্পাদক), জনাব তাসলিমা তানিয়া (তথ্য ও প্রযুক্তি সম্পাদক ),জনাব মুনমুন মিম (সাহিত্য বিষয়ক সম্পাদক), জনাব সাজ্জাদুল কবির স্বর্ণ (বন্ধুত্ব বিষয়ক সম্পাদক ),হাসনাত রিফাত (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ),জনাব মাহফুজুর রহমান জিম (সংস্কৃতি বিষয়ক সম্পাদক ),কার্যকরী সদস্যরা হলেন জনাব শাম্মী আক্তার শান্তা ,তানিয়া আক্তার খুশি ,আসমা আক্তার রিতু ,শুভ রায় চৌধুরী ,মহুয়া মৌ, রুমানা ইসলাম রাইসা ,মনিরুজ্জামান মনির ,রোকনুজ্জামান রাজু ,দেলোয়ার হোসেন ,রাব্বি ফারাবী, হিয়া আক্তার ,সঞ্চিতা ইসলাম ,ইমতিয়াজ আহমেদ ,জেমি আক্তার ,খাদিমুল শেখ আকাশ ,রেজওয়ানা ইয়াসমিন ,বৃষ্টি রানী ,আরজিনা আক্তার ,লিজা আক্তার ,শামীমা আক্তার (হ্যাপি), নাসরিন আক্তার ,কনিকা আক্তার ,শাকিলা জামান ,রাব্বি ইসলাম, বর্ণালী আক্তার মেঘা ,রোকনুজ্জামান রোকন ও কেয়া আক্তার। সমাজের সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভালো কাজ করার প্রত্যয় নিয়ে কমিটির সকল সদস্য শপথগ্রহণ করেন।

No comments: