Friday, August 30, 2019

তথ্য অধিকার আইন -২০০৯ এর সঠিক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে এই শিরোনামকে ঘিরে টিআইবির ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত।

বর্তমান সময়ে দুর্নীতি কে ঘিরে কিছু অসাধু মানুষ প্রতিনিয়ত নিজেদের ফায়দা তুলছে আর অপরপক্ষ হচ্ছে দূর্নীতির করাল গ্রাসের শিকার। সনাক সদস্য জনাব সামসাদ বেগম এর নেতৃত্বে ইয়েস দলনেতা জেসমিন আক্তার এর সভাপতিত্বে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। টিআইবির রংপুর জেলার এরিয়া ম্যানেজার জনাব আলমগীর কবির বলেন" দুর্নীতিকে রুখতে হলে সকলকে তথ্য আইন- ২০০৯ এর সঠিক বাস্তবায়ন করতে হবে ।দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ স্বার্থে নিজের প্রয়োজনের তাগিদে যেকোনো অধিদপ্তরে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য জানার জন্য আবেদন করতে হবে তাহলেই সম্ভব দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবুর রহমান বলেন" ইয়েস সদস্যদেরকে একতাবদ্ধ হতে হবে কারণ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে কোন ইয়েস সদস্য যেন কখনোই মনে না করে তার পাশে কেউ নেই ।" ইয়েস সদস্য আজমিরা বেগম বলেন "তথ্য জানার অধিকার সকলের রয়েছে "তাই সকলকে নিয়মিত তথ্য জানার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করার জন্য বিশেষভাবে আহবান জানান ।পরবর্তী মাসের বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় ইয়েস ও ইয়েস সমন্বয় সভায়।

No comments: