Friday, August 9, 2019

"শহর আমার পরিষ্কার রাখার দায়িত্ব আমার""

পবিত্র কুরবানী ঈদে কোরবানির পর আমাদের একটি অবহেলার কারণে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। যে দুর্গন্ধের কারণে বাহিরে যাতায়াত একেবারে অনুপোযোগী হয়ে পড়ে। তাই কোরবানির পরে আমরা যেন নিজেরা সচেতন হই এবং অপরকে সচেতন করি। অযথা শহর নোংরা না করে নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলে শহরকে পরিষ্কার রাখি সেই লক্ষ্যে টিম স্বপ্নতরী ও কালের কণ্ঠ শুভসংঘ এর যৌথ উদ্যোগে শহর জুড়ে বিভিন্ন স্থানে বিজ্ঞাপন মূলক প্রচারাভিযান ফেস্টুন ও ব্যানার সাঁটানো হয়।
“ ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ"
“ শহর আমার , পরিষ্কার - পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার ” 
কোরবানির পর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমাদের যা যা করতে হবেঃ 
* কোরবানির পর পশুর রক্ত ও তরল বর্জ্য খােলা স্থানে রাখা যাবে না এগুলাে গর্তের ভিতরে পুঁতে মাটি চাপা দিতে হবে ।
* নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে সকলকে উদ্বুদ্ধ করুন ।
* পশুর গােবর নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখুন এবং দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনকে সংবাদ দিন ।
* কোরবানির পশুর বর্জ্যের সঠিক সু - ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব ।
* জবাই করার সময় পশুর গলার নিচে ১ .৫ ফুট গভীর ও ১ .৫ ফুট চওড়া একটি গর্ত খুঁড়ে তার মধ্যে পশুর রক্ত ঝড়াবেন ।
* এলাকার লােকজন বিচ্ছিন্ন স্থানে কোরবানি না দিয়ে কয়েকজন মিলে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি করুন ।
* নাড়িভুড়িবা এধরণের বর্জ্য কোন ভাবেই পয়ঃ নিষ্কাশন নালায় ফেলা যাবে না ।
* যে স্থানে গর্ত করে রক্ত ও বর্জ্য ফুতে ফেলা সম্ভব না , সে স্থানের রক্ত দ্রুত ধুয়ে ফেলুন এবং রিসিং পাউডার ছিটিয়ে দিন ।
* কোরবানির স্থান পরিষ্কার করতে হবে ।
* কোরবানি দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব পশুর চামড়া বিক্রি কিংবা দান করতে হবে ।
* কোরবানির আগেই বাড়ির পাশে কোন মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটা গর্ত তৈরী করে রাখুন মাংস কাটার সময় উচ্ছিষ্টগুলাে যেখানে সেখানে না ফেলে এক যায়গায় রাখুন , কাজ শেষে সেগুলাে গর্তে পুতে ফেলুন ।
* পশুর ভূড়ি পরিষ্কারের পর সেই আবর্জনা খােলা অবস্থায় না রেখে সেই গর্তে পুতে ফেলুন ।
* কোরবানির সব কার্যক্রমের শেষে রক্তে মাখা রাস্তাঘাট ধুয়ে পরিষ্কার করে ফেলুন ।
* জীবানু যেন ছড়াতে না পারে সেজন্য নােংরা জায়গা পরিষ্কারের সময় স্যাভলন মেশানাে পানি ব্যবহার করুন।
সচেতনতায়- Team স্বপ্নতরী, 
সহযােগীতায়- কালের কণ্ঠ শুভসংঘ রংপুর জেলা শাখা, রংপুর।

No comments: