Friday, December 4, 2020

রংপুর জেলা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় জনাব ইরা হক কে রংপুর জেলা শুভসংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান|

রংপুর জেলা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় জনাব ইরা হক কে রংপুর জেলা শুভসংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান|


রংপুর জেলা শুভসংঘের সম্মানিত সভাপতি জনাব ইরা হক কে রংপুর জেলা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় রংপুর জেলা শুভসংঘ শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ।দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে চলেছেন রংপুরের প্রাণপ্রিয় নেত্রী ইরা হক ।তিনি সমাজের মানুষের সুখ-দুঃখ কে একরকম ভাগাভাগি করে নিতে সদাপ্রস্তুত থাকেন ।সমাজের মানুষকে তাদের অধিকার আদায় করে দেওয়ার জন্য তিনি সর্বদা নিয়োজিত থাকেন ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ রংপুর জেলার ব্যুরো প্রধান জনাব স্বপন চৌধুরী তিনি বলেন এইরকম মহান ব্যক্তিরা যত দ্রুত জনকল্যাণমূলক প্রতিনিধি হিসাবে কাজ করার সুযোগ পাবে ,সমাজের ততবেশি মানুষ তাদের অধিকার ফিরে পাবে। তিনি তার ভবিষ্যৎ পথ চলার শুভ কামনা ব্যক্ত করেন ।অন্যান্যদের মধ্যে রংপুর জেলা শুভসংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 





Friday, May 22, 2020

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন এগিয়ে এলো রংপুরের প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে

বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুর দিক থেকে সকল ব্যক্তি বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আপডেট, বিশেষ টেলিমেডিসিন সেবা চালুর মতো নানান উদ্যোগ গ্রহণ করে আসছে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার তারা রংপুরের ১৫ জন প্রতিবন্ধী মানুষের কাছে দুর্যোগকালীন ঈদ উপহার পৌঁছে দেন। এতে সহযোগিতা করে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের রংপুর জেলা কমিটির ও রংপুর ডিভিশনাল ডিস্যাবল্ড ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এ আয়োজন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর নাহিয়ান বলেন, “করোনাভাইরাস পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমরা সংগঠনের পক্ষ হতে নানাভাবে সারা দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছি। কখনো সংগঠনের নিজস্ব অর্থায়নে, আবার কখনো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আমরা এ কার্যক্রম পরিচালিত করছি। ঈদকে সামনে রেখে তাই এবার রংপুরে এই কার্যক্রম পরিচালিত হলো। ইচ্ছে আছে ভবিষ্যতেও আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখার।”<iframe style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-na.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=US&source=ac&ref=tf_til&ad_type=product_link&tracking_id=rohan224-20&marketplace=amazon&region=US&placement=B07TMNGSN4&asins=B07TMNGSN4&linkId=cb287db13e413539b9bbd1d71ea848d0&show_border=false&link_opens_in_new_window=true&price_color=333333&title_color=0066c0&bg_color=ffffff">
    </iframe>

Thursday, May 21, 2020

রংপুরের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য হাবিবের *১০ টাকার চ্যালেন্জ*

চারিদিকে যখন করোনার আতঙ্কে মানুষ ঘরবন্দি তখন কিছু দরিদ্র বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে যোদ্ধার মতো দাঁড়ালেন রংপুরের এক অনবদ্য সাহসী ছেলে মোঃআহসান হাবিব।তার খুব কাছের বন্ধু রাব্বির অনুপ্রেরণায়  আর কলেজের বান্ধবি কিশমতের আইডিয়া "১০ টাকার চ্যালেঞ্জে" ইতিমধ্যে মোটামুটি সাড়া পেয়েছে।প্রতি সপ্তাহের ১০ টাকার চ্যালেঞ্জ।

ফেসবুকেই তিনি  RDDF নামে একটি সংগঠন খুলেন।

১ম সপ্তাহের সংগৃহিত অর্থ থেকে--
২০.০৫.২০২০ তারিখে  ঈদ উপহার হিসেবে ২৯ নং ওয়ার্ডে ৪ জন,২৬ নং ওয়ার্ডে ২ জন,একটা প্রতিবন্ধী স্কুলে ৪ জন,একটা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে ৩০০ টাকা প্রদান করা হয়।
সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান আহসান হাবিব । আপনাদের আশেপাশে কোন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যিনি অত্যন্ত অসহায় ভাবে জীবন যাপন করছেন থাকলে সরাসরি যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে 01744953488 খাবার পৌঁছে যাবে সেই ব্যক্তির গন্তব্যস্হলে ।<iframe style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-na.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=US&source=ac&ref=tf_til&ad_type=product_link&tracking_id=rohan224-20&marketplace=amazon&region=US&placement=B07TMNGSN4&asins=B07TMNGSN4&linkId=cb287db13e413539b9bbd1d71ea848d0&show_border=false&link_opens_in_new_window=true&price_color=333333&title_color=0066c0&bg_color=ffffff">
    </iframe>

Tuesday, May 19, 2020

করোনা ভাইরাসে মৃত নারীদের গোসলের দায়িত্ব নিলেন শুভসংঘ বন্ধু উম্মির মা

পুরো বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাস এর মৃত্যু মিছিল কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে যারা মৃত্যুবরণ করছেন তাদের নেই কোন গোসলের ব্যবস্থা ।ভাইরাসের ভয় আত্মীয়-স্বজন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সকলকে দূরে সরিয়ে রাখছে। কিন্তু সকল ভয় কে কাটিয়ে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী নারীদের গোসলের দায়িত্ব নিতে প্রস্তুত রংপুর জেলা শুভসংঘ বন্ধু মাহবুবা আল জামী উম্মির মা লতিফা বেগম পুতুল
। তার এই মহৎ উদ্যোগে সত্যি আমরা গর্বিত। এই মহৎ উদ্যোগ কেড়ে নিতে পারে তার জীবন ,হারিয়ে যেতে পারেন চিরতরে তবুও কেন এই উদ্যোগটি নিলেন জানতে চাইলে তিনি বলেন এই মহৎ উদ্যোগ এর পেছনে মুখ্য ভূমিকা রেখেছে রংপুর জেলা কালের কন্ঠ শুভসংঘ  বন্ধুরা। বিভিন্ন সময়ে  শুভসংঘ বন্ধুদের  মানুষের পাশে এসে দাঁড়ানো তাকে অনুপ্রাণিত করেছে। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক।
আপনাদের পরিচিত কোন নারী যদি করোনাভাইরাসে  মৃত্যুবরণ করেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
পূর্ব শালবন
রংপুর
বাসা ১১৯
রোড ১
01750677305
01633668258

Thursday, April 30, 2020

চরম বিপর্যয়ের মুহূর্তে অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে এসে দাঁড়াল শুভসংঘ এবং রংপুর হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন

দেশের অর্থনীতির চাকা যখন সচল থাকে তখনই তারা বঞ্চিত হয়ে থাকে নিজেদের অধিকার থেকে আর পুরো দেশ যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হিমশিম খাচ্ছে তখন এই লোকগুলোর অবস্থা আরও নাজেহাল ।তাদের এই করুন সময় পাশে এসে দাঁড়িয়েছে রংপুর হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রংপুর জেলা শুভসংঘ ।দিনরাত পরিশ্রম করে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বাসায় বাসায় গিয়ে চালডাল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিচ্ছে ।রংপুর হুইল চেয়ার ক্রিকেট টিমের ম্যানেজার নুরজাহান আক্তার শিল্পী এবং রংপুর জেলা শুভসংঘের যুগ্ম সম্পাদক আহসান হাবীব জানান তাদের এই সামান্য প্রচেষ্টায় হয়তো কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের কষ্ট লাঘব করতে পারবে ।কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্ত মানুষগুলো নিজেদের চাহিদা মেটাতে সক্ষম হবে। তারা সকলকে এই দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Wednesday, March 11, 2020

রংপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের নিয়ে মানবাধিকার জেন্ডার ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক প্রশিক্ষণ শুরু

রংপুরে পল্লীশ্রীর উদ্যোগে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের নিয়ে রঙ্গপুর সাহিত্য পরিষদ দুইদিন ব্যাপী মানবাধিকার জেন্ডার ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লীশ্রীর প্রসপেক্টাস প্রকল্পের ইডি শামীম আরা বেগম । রংপুর জেলার দুইটি উপজেলা ও ছয়টি ইউনিয়নের এবং  বিভিন্ন  সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ সহ মোট 26 জন প্রশিক্ষনার্থীকে নিয়ে আয়োজন করা হয় প্রশিক্ষণটি। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠী দের অধিকার ফিরিয়ে দেওয়া এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা ।প্রশিক্ষণটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রকল্পের পিসি জনাব মোস্তফা কামাল ও প্রকল্পের এফ এফ রওশনারা।