দেশের অর্থনীতির চাকা যখন সচল থাকে তখনই তারা বঞ্চিত হয়ে থাকে নিজেদের অধিকার থেকে আর পুরো দেশ যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হিমশিম খাচ্ছে তখন এই লোকগুলোর অবস্থা আরও নাজেহাল ।তাদের এই করুন সময় পাশে এসে দাঁড়িয়েছে রংপুর হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রংপুর জেলা শুভসংঘ ।দিনরাত পরিশ্রম করে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বাসায় বাসায় গিয়ে চালডাল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিচ্ছে ।রংপুর হুইল চেয়ার ক্রিকেট টিমের ম্যানেজার নুরজাহান আক্তার শিল্পী এবং রংপুর জেলা শুভসংঘের যুগ্ম সম্পাদক আহসান হাবীব জানান তাদের এই সামান্য প্রচেষ্টায় হয়তো কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের কষ্ট লাঘব করতে পারবে ।কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্ত মানুষগুলো নিজেদের চাহিদা মেটাতে সক্ষম হবে। তারা সকলকে এই দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
No comments:
Post a Comment