পুরো বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাস এর মৃত্যু মিছিল কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে যারা মৃত্যুবরণ করছেন তাদের নেই কোন গোসলের ব্যবস্থা ।ভাইরাসের ভয় আত্মীয়-স্বজন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সকলকে দূরে সরিয়ে রাখছে। কিন্তু সকল ভয় কে কাটিয়ে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী নারীদের গোসলের দায়িত্ব নিতে প্রস্তুত রংপুর জেলা শুভসংঘ বন্ধু মাহবুবা আল জামী উম্মির মা লতিফা বেগম পুতুল
। তার এই মহৎ উদ্যোগে সত্যি আমরা গর্বিত। এই মহৎ উদ্যোগ কেড়ে নিতে পারে তার জীবন ,হারিয়ে যেতে পারেন চিরতরে তবুও কেন এই উদ্যোগটি নিলেন জানতে চাইলে তিনি বলেন এই মহৎ উদ্যোগ এর পেছনে মুখ্য ভূমিকা রেখেছে রংপুর জেলা কালের কন্ঠ শুভসংঘ বন্ধুরা। বিভিন্ন সময়ে শুভসংঘ বন্ধুদের মানুষের পাশে এসে দাঁড়ানো তাকে অনুপ্রাণিত করেছে। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক।
আপনাদের পরিচিত কোন নারী যদি করোনাভাইরাসে মৃত্যুবরণ করেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
পূর্ব শালবন
রংপুর
বাসা ১১৯
রোড ১
01750677305
01633668258
। তার এই মহৎ উদ্যোগে সত্যি আমরা গর্বিত। এই মহৎ উদ্যোগ কেড়ে নিতে পারে তার জীবন ,হারিয়ে যেতে পারেন চিরতরে তবুও কেন এই উদ্যোগটি নিলেন জানতে চাইলে তিনি বলেন এই মহৎ উদ্যোগ এর পেছনে মুখ্য ভূমিকা রেখেছে রংপুর জেলা কালের কন্ঠ শুভসংঘ বন্ধুরা। বিভিন্ন সময়ে শুভসংঘ বন্ধুদের মানুষের পাশে এসে দাঁড়ানো তাকে অনুপ্রাণিত করেছে। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রংপুর জেলা শুভসংঘের সভাপতি ইরা হক।
আপনাদের পরিচিত কোন নারী যদি করোনাভাইরাসে মৃত্যুবরণ করেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
পূর্ব শালবন
রংপুর
বাসা ১১৯
রোড ১
01750677305
01633668258
No comments:
Post a Comment