Thursday, May 21, 2020

রংপুরের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য হাবিবের *১০ টাকার চ্যালেন্জ*

চারিদিকে যখন করোনার আতঙ্কে মানুষ ঘরবন্দি তখন কিছু দরিদ্র বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে যোদ্ধার মতো দাঁড়ালেন রংপুরের এক অনবদ্য সাহসী ছেলে মোঃআহসান হাবিব।তার খুব কাছের বন্ধু রাব্বির অনুপ্রেরণায়  আর কলেজের বান্ধবি কিশমতের আইডিয়া "১০ টাকার চ্যালেঞ্জে" ইতিমধ্যে মোটামুটি সাড়া পেয়েছে।প্রতি সপ্তাহের ১০ টাকার চ্যালেঞ্জ।

ফেসবুকেই তিনি  RDDF নামে একটি সংগঠন খুলেন।

১ম সপ্তাহের সংগৃহিত অর্থ থেকে--
২০.০৫.২০২০ তারিখে  ঈদ উপহার হিসেবে ২৯ নং ওয়ার্ডে ৪ জন,২৬ নং ওয়ার্ডে ২ জন,একটা প্রতিবন্ধী স্কুলে ৪ জন,একটা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে ৩০০ টাকা প্রদান করা হয়।
সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান আহসান হাবিব । আপনাদের আশেপাশে কোন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যিনি অত্যন্ত অসহায় ভাবে জীবন যাপন করছেন থাকলে সরাসরি যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে 01744953488 খাবার পৌঁছে যাবে সেই ব্যক্তির গন্তব্যস্হলে ।<iframe style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-na.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=US&source=ac&ref=tf_til&ad_type=product_link&tracking_id=rohan224-20&marketplace=amazon&region=US&placement=B07TMNGSN4&asins=B07TMNGSN4&linkId=cb287db13e413539b9bbd1d71ea848d0&show_border=false&link_opens_in_new_window=true&price_color=333333&title_color=0066c0&bg_color=ffffff">
    </iframe>

No comments: