Friday, May 22, 2020

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন এগিয়ে এলো রংপুরের প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে

বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুর দিক থেকে সকল ব্যক্তি বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আপডেট, বিশেষ টেলিমেডিসিন সেবা চালুর মতো নানান উদ্যোগ গ্রহণ করে আসছে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার তারা রংপুরের ১৫ জন প্রতিবন্ধী মানুষের কাছে দুর্যোগকালীন ঈদ উপহার পৌঁছে দেন। এতে সহযোগিতা করে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের রংপুর জেলা কমিটির ও রংপুর ডিভিশনাল ডিস্যাবল্ড ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এ আয়োজন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর নাহিয়ান বলেন, “করোনাভাইরাস পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমরা সংগঠনের পক্ষ হতে নানাভাবে সারা দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছি। কখনো সংগঠনের নিজস্ব অর্থায়নে, আবার কখনো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আমরা এ কার্যক্রম পরিচালিত করছি। ঈদকে সামনে রেখে তাই এবার রংপুরে এই কার্যক্রম পরিচালিত হলো। ইচ্ছে আছে ভবিষ্যতেও আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখার।”<iframe style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-na.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=US&source=ac&ref=tf_til&ad_type=product_link&tracking_id=rohan224-20&marketplace=amazon&region=US&placement=B07TMNGSN4&asins=B07TMNGSN4&linkId=cb287db13e413539b9bbd1d71ea848d0&show_border=false&link_opens_in_new_window=true&price_color=333333&title_color=0066c0&bg_color=ffffff">
    </iframe>

No comments: