Thursday, September 5, 2019

স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া

ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া ।শুরুর দিকে ডেভিড ওয়ানারের উইকেট হারিয়ে বসলেও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৯৭রানের বড় সংগ্রহ করে  ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া ।জো রুটের বলে জো ডেনলি হাতে তালুবন্দি হওয়ার আগে ৩১৯বলে ২৪বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ দশমিক ১৪ গড়ে ২১১রান করে সাজঘরে ফেরেন স্টিভ স্মিথ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৩রান।

No comments: